সদরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
ফরিদপুরের সদরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) সকালে ১০ টায় উপজেলা পরিষদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযোদ্ধা, বিএনপি, উপজেলা প্রশাসন, জেলা উদীচীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানান।
পরে শহীদদের রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়। পরবর্তীতে উপজেলা পরিষদের হলরুমে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরীফ শাওনের সভাপতিত্বে আলোচনা সভায় সদরপুর থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন শাহ, সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সব্যসাচী মজুমদার, উপজেলা বিএনপির আহব্বায়ক কাজী বদরুজ্জামান, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লা, যুগ্ন-আহব্বায়ক কে,এম আবু সাইদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা থেকে শহীদ বুদ্ধিজীবী দিবসের চেতনা ধারণ করে আগামী প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের আদর্শ ছড়িয়ে দেওয়া এবং সব ধরনের অপতৎপরতা রুখে দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন
Array