নতুন বছরের শুরুতে সদরপুরে ব্যতিক্রমী টি–১০ ক্রিকেট টুর্নামেন্ট, বিজয়ীদের হাতে গাছের চারা
ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের সুইজগেটপার মাঠে নতুন বছরের প্রথম দিনেই শুরু হয়েছে ব্যতিক্রমী টি–১০ ক্রিকেট টুর্নামেন্ট।
আকোটের চর তরুণ যুবসমাজের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করছে। খেলাধুলার পাশাপাশি পরিবেশ সুরক্ষার বার্তা ছড়িয়ে দিতে বিজয়ী ও সেরা খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হচ্ছে গাছের চারা।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকালে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনে বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠটি উৎসবমুখর হয়ে ওঠে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনসংঘ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব মাস্টার, স্থানীয় জনপ্রতিনিধি মোহাম্মদ মেম্বারসহ অন্যান্য অতিথিরা। বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করাই এই আয়োজনের প্রধান লক্ষ্য। ক্রীড়াচর্চার মাধ্যমে সুস্থ মানসিকতা ও শারীরিক সক্ষমতা গড়ে তুলে একটি মাদকমুক্ত সমাজ বিনির্মাণে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
টুর্নামেন্টের অন্যতম ব্যতিক্রমী দিক হলো—প্রতিটি ম্যাচের ‘ম্যান অব দ্য ম্যাচ’ খেলোয়াড়কে পুরস্কার হিসেবে একটি করে মহামূল্যবান গাছের চারা প্রদান। আয়োজকদের মতে, এতে তরুণদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়বে এবং খেলাধুলার সঙ্গে সঙ্গে সবুজায়নের বার্তাও সমাজে ছড়িয়ে পড়বে।
সদরপুর উপজেলা নির্বাহী অফিসার শরিফ শাওন বলেন, “এ ধরনের ইতিবাচক উদ্যোগ নিয়মিত হলে চরাঞ্চলের তরুণ সমাজ মাদকের ভয়াবহতা থেকে দূরে থাকবে। একই সঙ্গে সামাজিক ও পরিবেশগত উন্নয়নেও এর প্রভাব পড়বে।”
স্থানীয়দের প্রত্যাশা, এই ব্যতিক্রমী ক্রিকেট টুর্নামেন্ট ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজন করা হবে এবং চরাঞ্চলের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করবে।

আপনার মতামত লিখুন
Array