ফরিদপুর-১ আসনে স্বস্তির বার্তা: স্থগিত ৮ প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা
ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনের প্রার্থীদের জন্য এসেছে স্বস্তির খবর। প্রাথমিক যাচাই-বাছাইয়ে স্থগিত থাকা আটজন প্রার্থীর মধ্যে সাতজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এতে করে আসনটিতে নির্বাচনী প্রতিযোগিতা আরও প্রাণবন্ত ও বহুমাত্রিক হয়ে উঠেছে।
বৈধতা পাওয়া সাতজন প্রার্থী হলেন— বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী প্রফেসর ড. ইলিয়াস মোল্লা, জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থী শাহ মো. আবু জাফর, স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার খান, খেলাফত মজলিসের প্রার্থী শারাফাত ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. খালেদ বিন নাছের এবং জাতীয় পার্টির প্রার্থী সুলতান আহমেদ।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ফরিদপুর-১ আসনে মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। প্রাথমিক পর্যায়ে কাগজপত্রে ত্রুটি, তথ্যগত অসংগতি ও কিছু প্রয়োজনীয় নথির ঘাটতির কারণে সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া আটজন প্রার্থীর মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল।
পরবর্তীতে প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং প্রয়োজনীয় কাগজপত্র পুনরায় দাখিল ও শুনানি শেষে রিটার্নিং কর্মকর্তা বিস্তারিত যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন। এতে স্থগিত থাকা আটজনের মধ্যে সাতজন প্রার্থী সব শর্ত পূরণ করায় তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তবে একজন প্রার্থীর ক্ষেত্রে নির্ধারিত শর্ত পূরণ না হওয়ায় তার মনোনয়ন এখনও বৈধতা পায়নি বলে জানা গেছে।
মনোনয়ন বৈধ ঘোষণার খবরে প্রার্থীদের সমর্থক ও দলীয় নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও উৎসাহ দেখা গেছে। তারা আশা প্রকাশ করছেন, আসন্ন নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। কোনো প্রকার অনিয়ম বা পক্ষপাতিত্বের সুযোগ রাখা হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, ফরিদপুর-১ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় প্রতিবারই এখানে তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যায়। সাতজন প্রার্থীর মনোনয়ন বৈধ হওয়ায় এবারও আসনটিতে জমজমাট নির্বাচন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে ধারণা সংশ্লিষ্টদের।

আপনার মতামত লিখুন
Array