ডা. সুশীল আদিত্যর স্মরণে আলফাডাঙ্গায় অসহায় নারীদের মাঝে বস্ত্র বিতরণ
ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার বিশিষ্ট সমাজসেবক ও চিকিৎসক ডা. সুশীল কুমার আদিত্যর ২৮তম প্রয়াণ দিবস উপলক্ষে আদিত্য ভবনের উদ্যোগে অসহায় ও দুস্থ নারীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে আলফাডাঙ্গা পৌরসভার কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির প্রাঙ্গণে ডা. সুশীল কুমার আদিত্যর আত্মার শান্তি কামনায় এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সমাজের পিছিয়ে পড়া ও দুস্থ নারীদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার বিশ্বাস, কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দিরের সদস্য রণজিত মণ্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আদিত্য ভবনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুমী রাণী বিশ্বাসসহ আদিত্য পরিবারের সদস্যরা এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঐতিহ্যবাহী আদিত্য পরিবার দীর্ঘদিন ধরে ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। প্রয়াত ডা. সুশীল কুমার আদিত্য ছিলেন একজন মানবদরদি চিকিৎসক ও সমাজসেবক। তার আদর্শ অনুসরণ করেই পরিবারটি নিয়মিত সামাজিক ও দাতব্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার বিশ্বাস বলেন, “আদিত্য পরিবার জাতি, ধর্ম কিংবা বর্ণের কোনো ভেদাভেদ না করে সমাজের সকল স্তরের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সমাজের সব ভালো উদ্যোগে তারা সক্রিয়ভাবে পাশে থাকবে বলে আমি বিশ্বাস করি।”
এদিকে আদিত্য পরিবারের সদস্য অস্ট্রেলিয়া প্রবাসী ড. দীপক কুমার আদিত্য জানান, প্রবাসে থেকেও এলাকার অসহায় মানুষের কথা সবসময় তাদের মনে পড়ে। তিনি বলেন, “দুস্থ ও অসহায় মানুষের সেবা করাই আমাদের পরিবারের মূল লক্ষ্য। আমরা নিয়মিত বস্ত্র বিতরণ, আর্থিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানসহ নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছি। এই সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, একটি দারিদ্র্যমুক্ত ও মানবিক সমাজ গঠনে আদিত্য ফাউন্ডেশন সাধারণ মানুষের পাশে থাকবে এবং এ কাজে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি।

আপনার মতামত লিখুন
Array