মধুখালীতে গভীর রাতে চোর সন্দেহে আটক, কামড়ে গুরুতর আহত বাড়ির মালিকের ছেলে
ফরিদপুরের মধুখালী উপজেলায় গভীর রাতে একটি বাড়িতে চুরির চেষ্টার সময় ধরা পড়ে পালাতে গিয়ে বাড়ির মালিকের ছেলেকে কামড়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে কথিত এক চোরের বিরুদ্ধে। এ ঘটনায় আহত অবস্থায় বাড়ির মালিকের ছেলে ও অভিযুক্ত ওই ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ঘটে শুক্রবার (২৬ ডিসেম্বর) দিনগত গভীর রাতে মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নওপাড়া গ্রামের বাসিন্দা মো. কুদ্দুস শেখের বাড়িতে গভীর রাতে এক ব্যক্তি চোরের উদ্দেশ্যে প্রবেশ করে। ওই সময় বাড়ির মালিকের ছেলে মো. রবিন শেখ নিজের ঘরের ভেতরে নড়াচড়া টের পেয়ে সন্দেহবশত ঘুম থেকে উঠে একজনকে হাতেনাতে ধরে ফেলেন। ধরা পড়ার পর ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে রবিন শেখের মুখসহ শরীরের বিভিন্ন স্থানে কামড় দিতে থাকেন। এতে রবিন শেখ গুরুতর আহত হন।
রবিনের চিৎকারে বাড়ির অন্য সদস্য ও আশপাশের লোকজন ছুটে এসে ওই ব্যক্তিকে চোর সন্দেহে আটক করেন। পরবর্তীতে দিনের বেলায় উত্তেজিত এলাকাবাসীর একটি অংশ কথিত চোরকে মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে।
আটক ব্যক্তি সোহেল মল্লিক (২৫)। তিনি মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার প্রাভাটুরা গ্রামের ইউনুস মল্লিকের ছেলে বলে স্থানীয়রা জানিয়েছেন। মারধর ও ধস্তাধস্তির ঘটনায় সোহেল মল্লিকও আহত হন। পরে আহত রবিন শেখ ও সোহেল মল্লিককে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মামুন হাসান বলেন, “আহত মো. কুদ্দুস শেখের ছেলে রবিন শেখ এবং সোহেল মল্লিক নামে এক ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।”
এ বিষয়ে জানতে চাইলে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, “ঘটনাটি সম্পর্কে আমরা অবগত। তবে ওই ব্যক্তি প্রকৃতপক্ষে চোর কিনা বা আদৌ এটি চুরির ঘটনা কিনা—তা এখনো নিশ্চিত নয়। যতটুকু জেনেছি, চোর সন্দেহে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ লিখিত বা মৌখিক অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা রাতে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন
Array