চরভদ্রাসনে মুফতি রায়হান জামিলের পিতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
ফরিদপুর-৪ আসনের চরভদ্রাসনে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সমাজসেবক মুফতি রায়হান জামিলের সম্মানিত পিতা মরহুম মো. খবির শেখের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) রাত ৯টায় চরভদ্রাসন এলাকায় সর্বস্তরের জনগণের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি রায়হান জামিল। তিনি মরহুম পিতার স্মৃতিচারণ করে বলেন, “আমার পিতা আজীবন সততা ও নৈতিকতার সঙ্গে জীবনযাপন করেছেন। মানুষের কল্যাণে কাজ করাই ছিল তার মূল আদর্শ।” তিনি মরহুমের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে মরহুম মো. খবির শেখের বর্ণাঢ্য জীবন ও সমাজে তার অবদানের কথা তুলে ধরে বক্তারা বলেন, তিনি ছিলেন একজন সৎ, পরহেজগার ও মানবিক মানুষ। তার মৃত্যুতে এলাকাবাসী একজন গুণী অভিভাবককে হারিয়েছে বলে মন্তব্য করেন তারা।
আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য ধৈর্য ও শক্তি কামনা করা হয়। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়।

আপনার মতামত লিখুন
Array