‘নবীজির স্মৃতিমাখা’
তায়েফের পথ বেয়ে, ধূলিমাখা বায়ে,
একাকী হেঁটেছেন নবী প্রেমচোখে ছায়ে।
পাহাড়ের আঁচলে, কাঁটার ছোঁয়ায়,
রক্ত ঝরেছে তাঁর পায়ের ছায়ায়।
তবু তাঁর মুখে ছিল দোয়ারই সুর,
“ও আল্লাহ, হিদায়াত দাও, করো না দূর।”
বিদ্রুপ, পাথর, গালি – সবই ছিল,
তবু মমতার হাতে দ্বীনের আলো জ্বেলেন।
তায়েফে এক বাগান — খেজুরে ভরা,
নবীর সেই শরণ, একান্ত ধরা।
আতিফ ও শায়বার বাগান সে ছিল,
নরম এক ছায়া, যেখানে হৃদয় মিলিল।
খেজুর পাতায় বাতাস গান গায়,
আসমানে রহমতের সুধা ঢালায়।
এক দাস, এক ফল, এক দোয়া সেদিন,
জাগায়েছিল রহমতের নতুন দিন।
নবীজির চোখে অশ্রু — দোয়া ছিল ঠোঁটে,
“আমার কাজ, আমি ছাড়ি না কখনো রথে।
তোমার ইচ্ছাতেই হাসি ও ব্যথা,
তুমি ছাড়া নেই তো আর কারো পথ বলা।
“তায়েফ আজ ওরা স্মৃতির ছায়া,
তায়েফ আজো রাখে সেই স্মৃতির ছায়া।

আপনার মতামত লিখুন
Array