খুঁজুন
বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ২২ শ্রাবণ, ১৪৩২

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৪:৩১ পিএম
ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ফরিদপুর শহরের একটি ভাড়াবাসা থেকে মাদকসহ খালেদ মোহাম্মদ তূর্য (২৭) ও তার স্ত্রী আইরিন বেগমকে (২৬) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় থানায় মামলার পর ওই দম্পতিকে আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী থানার ওসি মো. আসাদউজ্জামান। মঙ্গলবার মধ্যরাতে রাতে শহরের ঝিলটুলী এলাকার একটি ভাড়া বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় ওই বাড়িটি তল্লাশি করে ৬০ পিচ ইয়াবা বড়ি ও মাদক সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। খালেদ মোহাম্মদ ও তার স্ত্রী শহরের চরকমলাপুর এলাকার বাসিন্দা।

যৌথ বাহিনীর অভিযান সূত্রে জানা যায়, ফরিদপুর শহরের চরকমলাপুর এলাকার বাসিন্দা খালেদ মাহমুদ ও আইরিন বেগম দম্পতি শহরের ঝিলটুলি এলাকায় ভাড়াবাসা নিয়ে শহরে ছিনতাইসহ সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিলেন। খালেদ মাহমুদের নামে ফরিদপুর কোতয়ালী থানায় একাধিক মামলা রয়েছে।

তারা ভাড়াবাসায় মাদকের কারবার চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার রাত ১টার দিকে ঝিলটুলির খালেদ মোহাম্মদের ভাড়াবাসায় অভিযান চালান যৌথ বাহিনীর সদস্যরা। এ সময় স্ত্রী আইরিনসহ খালেদ মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে ওই বাড়ি তল্লাশি চালিয়ে ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন প্রকার আনুষাঙ্গিক দ্রব্য ও উপকরণ পাওয়া যায়।রাতেই তাদের কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ওসি আসাদউজ্জামান বলেন, খালেদ মোহাম্মদের বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায়, ডাকাতি, ডাকাতির চেষ্টা, ছিনতাই ও মদকসহ মোট পাঁচটি মামলা রয়েছে। সেনা ক্যাম্পের সহায়তায় গ্রেপ্তারের পর এ দম্পতির নামে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সালথায় ট্রলির চাপায় প্রাণ গেল শিশুর

সালথা প্রতিনিধি:
প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ১০:২২ পিএম
সালথায় ট্রলির চাপায় প্রাণ গেল শিশুর

ফরিদপুরের সালথায় ট্রলির চাপায় হুসাইন কারিকর (৩) নামে এক শিশু নিহত হয়েছেন।

বুধবার (৬ আগস্ট) দুপুর পৌনে ১ টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুটি যদুনন্দী গ্রামের মৌলভীপাড়া এলাকার নাজমুল কারিকরের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে একটি ট্রলি পুড়েপাড়া থেকে ইট নামিয়ে ফেরত আসার সময় মৌলভীপাড়া আজগরের বাড়ির সামনে শিশু হুসাইনকে চাপা দেয়। তৎক্ষণিক পরিবারের লোকজন উদ্ধার করে মুকসুদপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ট্রলির চাপায় শিশু নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভাঙ্গায় সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের

আব্দুল মান্নান, ভাঙ্গা:
প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ১০:১৭ পিএম
ভাঙ্গায় সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের চরদুয়াইর গ্রামে সাপের কামড়ে কালাম মাতুব্বর (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (৬ আগস্ট) সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সে চরদুয়াইর গ্ৰামের মৃত্যু হারেজ মাতুব্বরের ছেলে।

এর আগে মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে পুকুরে পাট জাঁগ দিতে গেলে তাকে সাপে দংশন করে। পরে অসুস্থ অবস্থায় ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় ইউপি সদস্য কাঞ্চন মাতুব্বর জানায়, পাট জাঁগ দেওয়ার সময় তাকে সাপে দংশন করে। তারপর বাড়ি ফিরে অসুস্থ বোধ করলে পরিবারের লোকজন তাকে স্থানীয় ওঝা দিয়ে চিকিৎসা করান। সন্ধ্যায় বেশী অসুস্থ বোধ করলে তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। সেখানে চিকিৎসায় একটু সুস্থ বোধ করলে সকালে বাড়ি চলে আসেন। বুধবার সকালে আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র‌্যালি

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ১০:১৩ পিএম
ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র‌্যালি

ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ফরিদপুরে বিজয় র‌্যালি ও সমাবেশ করেছে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপি।

বুধবার (০৬ আগস্ট) বিকেল ৫টার দিকে শহরের ব্রহ্মসমাজ সড়কের সামনে থেকে বিজয় র‌্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জনতা মোড়ে গিয়ে শেষ হয়।

জেলা ও মহানগর বিএনপির আয়োজনে বিভিন্ন এলাকা থেকে সমাবেশ ও র‌্যালিতে কয়েক হাজার বিএনপি নেতাকর্মী অংশ নেয়।

র‌্যালির পূর্বে এক সমাবেশে মহানগর বিএনপির আহবায়ক এএফএম কাইয়ূম জঙ্গীর সভাপতিত্বে ও জেলা বিএনপি’র সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপনের সঞ্চালনায় সমাবেশ বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপির সাবেক মন্ত্রী মরহুম চৌধুরী কামাল ইউসুফের বড় কন্যা চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, জেলা মহিলা দলের সভাপতি নাজনীন চৌধুরী, মহানগর মহিলা দলের আহ্বায়ক রোকসানা পারভিন পাপিয়া, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিদুল হাসান কায়েস, জেলা তাঁতী দলের সদস্য সচিব শাহেদা বেগম, মৎস্যজীবী দলের সদস্য সচিব খাইরুল আলম চুন্নু, মহানগর ছাত্রদলের সভাপতি মুনিব হাসান সোহাগ, জেলা জাসাসের আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ রাশেদুল আলম তুহিন ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন প্রমুখ।

অপরদিকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বুধবার বিকেল ৪টার দিকে জেলা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে থেকে একটি বিজয় র‌্যালি বের হয়ে জনতা মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

সমাবেশে গত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে ‌ বিএনপি নেতাকর্মীদের উপর ‌ নির্যাতন চালিয়েছে‌। তারা বিরোধী দলের আন্দোলনকে নস্যাৎ করার জন্য দমন পীড়ণ নীতি অবলম্বন করেছেন। যে কারণে ‌ অনেক বিএনপি নেতাকর্মীকে হয়রানি শিকার হতে হয়েছে। অনেকের প্রাণ দিতে হয়েছে। একের পর এক মিথ্যা মামলায় ‌দিনের পর দিন কারাবরণ করতে হয়েছে। ২০২৪ সালের ৫ই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের পর ‌ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। তারা বলেন, ফ্যাসিবাদের দোসরদের ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে।

বক্তারা বলেন, বিএনপির চেয়ারপারসন ‌ বেগম খালেদা জিয়া ‌ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‌ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দল পরিচালিত হবে। আর তাই আগামী বছর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে জয়লাভ করার জন্য ‌ সবাইকে সকল ভেদাভেদ হলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানানো হয়।