খুঁজুন
সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ১৬ অগ্রহায়ণ, ১৪৩২

সালথার আলোচিত কাসেম হত্যা : ১১ জনের জামিন মঞ্জুর 

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৫২ পিএম
সালথার আলোচিত কাসেম হত্যা : ১১ জনের জামিন মঞ্জুর 
ফরিদপুরের সালথার আলোচিত কাসেম হত্যায় ১১ জন আসামিকে জামিন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (০৪ ফেব্রুয়ারী) দুপুরে ফরিদপুর জজ কোর্টের আইনজীবী অ্যাড. ইব্রাহিম হোসেন ওই ১১ আসামির জামিন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
অ্যাড. ইব্রাহিম হোসেন বলেন, ‘আসামিরা আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন চেয়েছিলেন। আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।
এর আগে রোববার (০৩ ফেব্রুয়ারী) সকাল ১১ টার দিকে ফরিদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জিয়া হায়দার এ জামিন মঞ্জুর করেন।
জামিন পাওয়া ১১ আসামি হলেন- সানোয়ার শরীফ, সানোয়ার শরীফ, মোশারফ, ওহিদ খাঁ, আনোয়ার, লিমন, শহিদ মাতুব্বর, আরফিন, জনি, রেজাউল মাতুব্বর, মো. শহিদ। তাদের সবার বাড়ি বালিয়াগট্টি ও আশেপাশের এলাকায়।
প্রসঙ্গ, গত ১৪ অক্টোবর ফরিদপুরের সালথার গট্টি ইউনিয়নের জয়ঝাপের ইমামবাড়ী এলাকায় এক তরুণীকে উত্ত্যক্তের জের ধরে বখাটেদের চাকুর আঘাতে খুন হন কাসেম বেপারী (২৮) নামে এক যুবক। এ মামলায় নিরীহ মানুষদের হয়রানির উদ্যেশ্যে আসামি করার অভিযোগ উঠে।
এ হত্যাকে পুঁজি করে  উপজেলার বালিয়াগট্টি, দোহার গট্টি, বড় বালিয়া, ছোট বালিয়া, পাটপাশা, জয়ঝাপসহ আশপাশের কয়েক গ্রামের মানুষকে হত্যা মামলায় আসামি করার ভয় দেখিয়ে ও ঘরবাড়ি লুটপাট এবং আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার ভয় দেখিয়ে কোটি টাকার চাঁদাবাজি করা হয় বলে অভিযোগ স্থানীয়দের। এছাড়া দোকান-পাট, ঘরবাড়ি লুটসহ এলাকায় হাতুড়ি বাহিনী দিয়ে ত্রাসের রাজত্ব কায়েমের বিস্তর অভিযোগ উঠে।
এরই ধারাবাহিকতা গত বছরের ২০ অক্টোবর রাতে জেলার সালথা উপজেলার গট্টি ইউনিয়নের আড়ুয়াকান্দি, মেম্বার গট্টিসহ আশপাশের এলাকায় চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। এলাকায় তখন কিছুটা স্বস্তি মিললেও ফের হাতুড়ি বাহিনির উত্থান হয়েছে বলে স্থানীয়দের দাবি।

জামায়াত ক্ষমতায় গেলে সকলের নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে: মাওলানা সোহরাব হুসাইন

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ১০:২৯ পিএম
জামায়াত ক্ষমতায় গেলে সকলের নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে: মাওলানা সোহরাব হুসাইন

ফরিদপুর-২ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা সোহরাব হুসাইন বলেছেন, “জামায়াত ক্ষমতায় গেলে সকলের নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে। দেশে ভিন্ন দল থাকবে, ভিন্ন মত থাকবে, ভিন্ন ধর্ম থাকবে—সবার অংশগ্রহণেই সমাজ ও দেশের উন্নয়ন সম্ভব।”

রবিবার (৩০ নভেম্বর) বিকেলে সালথা উপজেলার বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের বাড়ি-ঘর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করে আরও বলেন, “একটি রাজনৈতিক দল ক্ষমতার দাপট দেখাতে গিয়ে নিজেরাই দুই ভাগে বিভক্ত হয়েছে। নিজেদের দলের নেতাকর্মীদের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, আসবাবপত্র ভাঙচুর করে অযোগ্য করে তুলেছে। এটি কোনো রাজনীতি নয়, এটি বর্বরতা।”

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সালথা উপজেলা জামায়াতে ইসলামী আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ, উপজেলা নায়েবে আমির আজিজুর রহমান মজনু, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি চৌধুরী মাহবুব আলী সিদ্দিকী, গট্টি ইউনিয়ন জামায়াত সভাপতি মো. তুফাজ্জেল হোসেন, সেক্রেটারি আব্দুল মান্নান, বল্লভদী ইউনিয়ন সভাপতি মাওলানা মিকাইল হুসাইন, রামকান্তপুর ইউনিয়ন সভাপতি মো. ফারুক হুসাইন প্রমুখ।

উল্লেখ্য, শনিবার (২৯ নভেম্বর) সকাল ৮টা থেকে বেলা পৌনে ১২টা পর্যন্ত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি–সমর্থিত দুই গ্রুপের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।;সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া বাজারের তিনটি স্থানে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
এ সময় উভয় পক্ষের শতাধিক মানুষ আহত হয় এবং অন্তত ৫০টি বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয় বলে স্থানীয়রা জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ফরিদপুরের পদ্মায় ধরা পড়ল ৭ কেজি ওজনের বিরল শাপলা পাতা মাছ

আসলাম বেপারী, চরভদ্রাসন:
প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৮:০৪ পিএম
ফরিদপুরের পদ্মায় ধরা পড়ল ৭ কেজি ওজনের বিরল শাপলা পাতা মাছ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার হাজিগঞ্জ এলাকায় পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ৭ কেজি ওজনের একটি বিরল শাপলা পাতা মাছ। স্থানীয়ভাবে শাপলাপাতা মাছ, পানপাতা মাছ ও হাউস মাছ নামে পরিচিত এ মাছটি বিদেশে রেফিন ফিস বা স্টিং ফিস হিসেবে পরিচিত।

রবিবার (৩০ নভেম্বর) সকালে জেলে সলেমানের জালে মাছটি ধরা পড়ে। পরে জেলেরা মাছটি বিক্রির জন্য চরভদ্রাসনের সদর বাজারে নিয়ে এলে উৎসুক জনতার ভিড় জমে যায়। বাজারে আগে কখনো এত বড় শাপলা পাতা মাছ দেখা যায়নি বলে জানান স্থানীয়রা।

মাছ ব্যবসায়ী মো. সুমন প্রামাণিক বলেন, মাছটির ওজন ছিল ৭ কেজি। বাজারে আনার পর দরদাম শুরু হয় এবং শেষ পর্যন্ত ১ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়। পদ্মায় নানা জাতের মাছ মিললেও এমন আকারের শাপলা পাতা মাছ এই অঞ্চলে অত্যন্ত বিরল বলে তিনি উল্লেখ করেন।

চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব বলেন, পদ্মা নদীতে ধরা পড়া এ মাছটি মূলত বিরল প্রজাতির সামুদ্রিক মাছ, যা স্থানীয়ভাবে হাউস মাছ নামে পরিচিত। বাজারে এর বিশেষ চাহিদা রয়েছে। সাধারণত নদী বা নদীমূলক জলাশয়ে এ মাছ ধরা পড়ে।

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মধুখালীতে দোয়া মাহফিল

মো. ইনামুল খন্দকার, মধুখালী:
প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৭:৪১ পিএম
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মধুখালীতে দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মেগচামী মৃধা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মেগচামী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য কামরুল ইসলাম মৃধার সভাপতিত্বে ও মধুখালী উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা রাজিবুল হাসানের সঞ্চলনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুখালী উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দীন আহম্মেদ সতেজ।

বিশেষ অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক আব্দুল মান্নান মিয়া, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য সাইফুল শিকদার, মেগচামী ইউনিয়ন যুবদলের আহব্বায়ক আজম মোল্লা, ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আবুল হাসান, ইউনিয়ন যুবদলের যুগ্ন আহব্বায়ক আইউব শেখ, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহব্বায়ক আয়নাল শেখ, বিএনপি নেতা রেজাউল ইসলাম, বিএনপি নেতা মনিরুজ্জামান মৃধা, ইউনিয়ন প্রজন্ম দলের সেক্রেটারি কায়োম শেখ, বিএনপি নেতা ইয়াকুব আলী, যুবদল নেতা মহসিন শেখ প্রমূখ।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা ও আপোষহীন নেত্রী। তিনি দেশের মানুষকে আগলে রেখেছেন। এখন তিনি অসুস্থ। আমরা বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করছি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।

এছাড়াও উপস্থিত সবাইকে বেগম জিয়ার জন্য দোয়া করার আহবান জানান তিনি। পরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।