খুঁজুন
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ, ১৪৩২

দেশের প্রথম রিভিউভিত্তিক ওয়েবসাইট ও অ্যাপ ‘কেমন’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:১৩ এএম
দেশের প্রথম রিভিউভিত্তিক ওয়েবসাইট ও অ্যাপ  ‘কেমন’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু

faridpur protidin

‘কেমন’ (https://kemon.com.bd) দেশের প্রথম রিভিউভিত্তিক ওয়েবসাইট ও অ্যাপ, যা ১লা ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। এর উদ্যোক্তা ফরিদপুরের সালথার বিভাগদী গ্রামের তরুণ উদ্যোক্তা শরিফুল আলম শাকিল।
‘কেমন’ একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে ব্যবহারকারীরা তাদের ব্যবহৃত পণ্য ও সেবার মান সম্পর্কে রিভিউ লিখতে পারবেন। পাশাপাশি অন্য ব্যবহারকারীদের দেওয়া রিভিউ দেখে কেনাকাটার সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।
অপরদিকে, ব্যবসায়ীরা গ্রাহকদের দেওয়া রিভিউয়ের ভিত্তিতে তাদের পণ্য ও সেবার মানোন্নয়ন করতে পারবেন।
বর্তমান প্রযুক্তিনির্ভর জীবনে পণ্য বা সেবা নির্বাচন করা একটি বড় চ্যালেঞ্জ। বাজারে অসংখ্য বিকল্পের কারণে গ্রাহকরা বিভ্রান্ত হয়ে পড়েন, বিশেষ করে অনলাইনে কেনাকাটার সময় পণ্যের গুণগত মান যাচাই করা কঠিন হয়ে পড়ে। এই সমস্যা সমাধানের লক্ষ্য নিয়েই ‘কেমন’ প্লাটফর্ম কাজ করবে। ব্যবহারকারীদের দেওয়া সঠিক রিভিউ এবং রেটিং দেখে খুব সহজেই একজন ক্রেতা তার কেনাকাটার সঠিক সিদ্ধান্ত নিয়ে সময় এবং অর্থ সাশ্রয় করতে পারবে।
ব্যবসায়ীদের জন্যও ‘কেমন’ একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। গ্রাহকদের দেওয়া রিভিউ থেকে তারা জানতে পারবেন তাদের পণ্য বা সেবার কোন দিকগুলো আরও উন্নত করার প্রয়োজন রয়েছে। এই তথ্যের ভিত্তিতে ব্যবসায়ীরা মানসম্পন্ন সেবা প্রদান করতে পারবেন, যা তাদের ব্র্যান্ডের সুনাম বৃদ্ধি করতে এবং নতুন গ্রাহক আকর্ষণ করতে সহায়তা করবে।
‘কেনার আগে, জানুন কেমন?’ এমন স্লোগানকে সামনে রেখে, ‘কেমন’ এখন আপনার হাতের মুঠোয় এনে দিয়েছে সেরা পণ্য ও সেবার বিশ্লেষণ, যাতে আপনি বেছে নিতে পারেন সঠিক পণ্য বা সেবা।
গুগল প্লে স্টোর থেকে ‘কেমন’ অ্যাপটি ডাউনলোড করে, অথবা ওয়েব ব্রাউজার থেকে https://kemon.com.bd ভিজিট করে সরাসরি ব্যবহার করতে পারবেন।

ভাঙ্গায় সরকারি রাস্তা দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ

সোহাগ মাতুব্বর, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৪:১১ পিএম
ভাঙ্গায় সরকারি রাস্তা দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ
ফরিদপুরের ভাঙ্গায় সরকারি রাস্তা দখল করে দেওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে বদিউজ্জামান নামে এক প্রভাবশালীর বিরুদ্ধে।
উপজেলার ঘারুয়া ইউনিয়নের শরীফাবাদ এলাকায় ঘারুয়া টু শরীফাবাদ আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটেছে। বদিউজ্জামান আব্দুল হক ব্যপারীর ছেলে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার ঘারুয়া বাজার টু শরীফাবাদ আঞ্চলিক সড়কের শরীবাদ স্কুল মোড় ব্রিজের সামনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির পাকা রাস্তার পশ্চিম পাশ দখল করে বাড়ির ইটের দেয়াল নির্মাণ করা হচ্ছে। এতে বড় যানবাহন চলাচলে মারাত্মক দুর্ঘটনা, ব্যঘাত সৃষ্টিসহ ভবিষ্যতে রাস্তা প্রশস্তকরণেও নানা ব্যাঘাত পোহাতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দারা বলেন, সরকারি রাস্তা ঘেঁষে বিশাল দেয়াল নির্মাণ করার কারণে বড় যানবাহন চলাচল করতে পারবে না। রাস্তা প্রশস্ত করার পথও বন্ধ করে দিচ্ছে বদিউজ্জামান। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা।
এই বিষয়ে বদিউজ্জামান বলেন, সরকারি রাস্তা দখলের প্রশ্নই আসে না। আমার জায়গায় রাস্তা। আমি জায়গা না দিলে রাস্তা হতো না। আমার জায়গায় আমি বাড়ির দেয়াল নির্মাণ করছি। আমাকে আপনাদের চেয়ে বড় এসিল্যান্ড ইউএনও জায়গা বুঝিয়ে দিছেন।
এই বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, আমি ইতিমধ্যেই খবর পেয়েছি। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নগরকান্দায় সড়কের পাশের সরকারি জায়গা দখল করে পাকা ভবন নির্মাণ

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি:
প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ২:৫৫ পিএম
নগরকান্দায় সড়কের পাশের সরকারি জায়গা দখল করে পাকা ভবন নির্মাণ
সরকারি আইন ও নিয়ম নীতির তোয়াক্কা না করে ফরিদপুরের নগরকান্দায় পাকা সড়কের পাশের সরকারি জায়গা অবৈধ ভাবে দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শংকরপাশা গ্রামের শংকরপাশা-আটাইল পাকা সড়কের পাশে ১৬৬ নং শংকরপাশা মৌজার ৫৯১ নং দাগের সরকারি জমিতে অবৈধভাবে পাকা ভবন নির্মাণ করা হচ্ছে।
স্থানীয়রা জানান, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালাম এবং কয়েকজন স্থানীয় আওয়ামী লীগ নেতার সহযোগিতায় উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শংকরপাশা গ্রামের মৃত দেলোয়ার সরদারের ছেলে আজিম সরদার ও টিপু সরদার শংকরপাশা গ্রামের পাকা সড়কের পাশের সরকারি জায়গা জোরপূর্বক দখল করে পাকা ভবন নির্মাণ কাজ শুরু করে। খবর পেয়ে ডাঙ্গী ইউনিয়ন ভুমি অফিস ও নগরকান্দা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি জমিতে স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু আজিম সরদার ও টিপু সরদার এলাকায় প্রভাবশালী হওয়ায়, ক্ষমতার দাপট দেখিয়ে  নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।
অভিযুক্ত টিপু সরদার  বলেন, আমাদের জায়গার উপর দিয়ে পাকা সড়ক হয়েছে, তাই আমরা সড়কের পাশের জায়গায় ঘর তুলতেছি।
সরকারি জায়গায় অবৈধ দখলে সহযোগিতা করার অভিযোগ অস্বীকার করে ডাঙ্গী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, আজিম সরদার ও টিপু সরদারের জমির উপর দিয়ে পাকা সড়ক হওয়ায়, সরকারি সড়কের পাশের জায়গায় তারা ভবন নির্মাণ করতেছে। এটা বৈধ বা অবৈধ কিনা, এ ব্যাপারে প্রশাসন যথাযত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করলে ভালো হয়।
নগরকান্দা  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাফী বিন কবির বলেন, সরকারি জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণ করা যাবে না। কেউ নির্মাণ করলে সেই অবৈধ স্থাপনা অপসারণ সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

জামায়াতে ইসলামীর দলীয় প্রচারণা বৃদ্ধি করার লক্ষ্যে সালথায় লিফলেট বিতরণ

সালথা (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা:
প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৮:২১ পিএম
জামায়াতে ইসলামীর দলীয় প্রচারণা বৃদ্ধি  করার লক্ষ্যে সালথায় লিফলেট বিতরণ
ফরিদপুরের সালথা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৪ টায় সালথা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সংগঠনের আমির মাওলানা আবুল ফজল মুরাদ এর নেতৃত্বে সালথা বাজারে তাদের সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও সাধারণ জনগণের মাঝে তাদের দলীয় প্রচারণা বৃদ্ধি  করার লক্ষ্যে  লিফলেট বিতরণ করেন।
এ সময় সালথা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. তরিকুল ইসলাম , উপজেলা নায়েবে আমির আজিজুর রহমান মজনু, রামকান্তপুর ইউনিয়ন জামায়েত ইসলামীর আমির মো. ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় সালথা বাজারের ব্যবসায়ী ও জনসাধারণকে  জামায়াতে ইসলামী ও তাদের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে অবহিত করেন এবং দলীয় সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি করার লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।