খুঁজুন
সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৭ পৌষ, ১৪৩২

ফরিদপুরে বিএনপির ভেতরে পরিবর্তন, বহিষ্কৃত ৭ নেতা ফিরলেন দলে

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ১:৪৮ পিএম
ফরিদপুরে বিএনপির ভেতরে পরিবর্তন, বহিষ্কৃত ৭ নেতা ফিরলেন দলে

ফরিদপুর জেলার বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের ৭জন নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সাংগঠনিক সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছিল।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ.কে.এম কিবরিয়া স্বপন ‘ফরিদপুর প্রতিদিন‘কে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে রবিবার (২১ ডিসেম্বর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা এবং সদস্য সচিব এ.কে.এম কিবরিয়া স্বপনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আপনার আবেদনের প্রেক্ষিতে এবং উপজেলা বিএনপি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর সুপারিশক্রমে নিম্নবর্ণিত নেতৃবৃন্দের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হলো। এ আদেশ আজ থেকে কার্যকর হবে।

বহিষ্কৃত আদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন- মো. রাফিউল আলম মিন্টু (সাবেক সাধারণ সম্পাদক, সাতৈর ইউনিয়ন বিএনপি, বোয়ালমারী উপজেলা), আব্দুল মালেক মুন্নু (সাবেক সভাপতি, রায়পুর ইউনিয়ন বিএনপি, মধুখালী উপজেলা), আবু বক্কর ছিদ্দিক (সাবেক সহ-সভাপতি, নওপাড়া ইউনিয়ন বিএনপি, মধুখালী উপজেলা), আজাদ খান (সাবেক সহ-সভাপতি, জাহাপুর ইউনিয়ন বিএনপি, মধুখালী উপজেলা), মো. কাজী সিরাজুল ইসলাম (সাবেক সভাপতি, ৭নং ওয়ার্ড, রায়পুর ইউনিয়ন বিএনপি, মধুখালী উপজেলা), মো. আরিফুল ইসলাম (সাবেক সদস্য, মধুখালী উপজেলা বিএনপি) এবং আবু জাফর সরদার (সাবেক সাংগঠনিক সম্পাদক, রায়পুর ইউনিয়ন বিএনপি, মধুখালী উপজেলা)।

প্রেসবিজ্ঞপ্তির অনুলিপি কেন্দ্রীয় বিএনপি এবং বিভাগীয় ও জেলা পর্যায়ের সংশ্লিষ্ট নেতৃবৃন্দের কাছে পাঠানো হয়েছে।

ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ.কে.এম কিবরিয়া স্বপন ‘ফরিদপুর প্রতিদিন‘কে বলেন, ‘তারা আমাদের কাছে তাদের পূর্বের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছে এবং আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করেছে। এছাড়া তারা দলের বিপক্ষে আর কখনো কাজ করবে না বলেও জানিয়েছে আবেদনে। আর এই আবেদনের উপর উপজেলা ও ইউনিয়ন বিএনপি সুপারিশ করেছে। এছাড়া স্থানীয় বিএনপি ও ধানের শীষের যে প্রার্থী সেও সুপারিশ করেছে। আর তাদের সুপারিশের ভিত্তিতে ফরিদপুর জেলা বিএনপি’র পক্ষ থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলের জন্য কাজ করতে বলা হয়েছে।’

 

সদরপুরে মাদক কারবারে জড়িত চাকরিচ্যুত পুলিশসহ গ্রেপ্তার দুই

শিশির খাঁন, সদরপুর:
প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৭:১২ পিএম
সদরপুরে মাদক কারবারে জড়িত চাকরিচ্যুত পুলিশসহ গ্রেপ্তার দুই

ফরিদপুরের সদরপুর উপজেলায় মাদকসহ রফিকুল ইসলাম (৪৭) নামের এক চাকরিচ্যুত পুলিশ সদস্য ও আজিজুল আকন (২৩) নামে দুই মাদক কারবারিরে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের কলেজ মোড় ও পশ্চিম শ্যামপুর এলাকার একটি বসতঘরে অভিযান চালিয়ে রকিকুল ও আজিজুলকে আটক করা হয়। এ সময় রফিকুলের কাছে থাকা ৪০ পিস ইয়াবা ও আজিজুলের কাছে থাকা ৪০০ গ্রাম গাজা জব্দ করা হয়।

ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শিরীন আক্তার এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অভিযানের আওতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে সদরপুর উপজেলার সদর ইউনিয়নে কলেজ মোড় এলাকায় ও পশ্চিম শ্যামপুর গ্রামে অভিযান চালানো হয়। পরে কলেজ মোড় এলাকায় সাবেক পুলিশ সদস্য রফিকুলকে তল্লাশি করে তার প্যান্টের পকেটে একটি নীল জিপারের ভেতর থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয় ও পশ্চিম শ্যামপুর এলাকায় উজ্জল আকনের বাড়িতে অভিযান চালিয়ে আজিজুল আকন নামে একজনকে ৪০০ গ্রাম গাজাসহ গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, এই দুই ঘটনায় ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ তাজ উদ্দিন ও মোহাম্মদ সাইফুর রহমান বাদী হয়ে সদরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা দায়ের করেছেন। মামলায় গ্রেপ্তার আসামি রফিকুল ইসলাম ও আজিজুল আকনকে সোমবার সন্ধায় আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মাদকের বিরুদ্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এ উপ-পরিচালক।

অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন স্কুল শিক্ষার্থী ফারজানা

নুর ইসলাম, ফরিদপুর:
প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৫ পিএম
অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন স্কুল শিক্ষার্থী ফারজানা

ফরিদপুরের ভাঙ্গায় বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আহত স্কুল শিক্ষার্থী ফারজানা (১১) চিকিৎসাধীন অবস্থায় ১৭ দিন পর ঢাকার একটি হাসপাতালে মারা গেছে।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ফারজানা।

নিহত স্কুলছাত্রী ফারজানা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ডাঙ্গার পাড় গ্রামের ফিরোজ শেখের মেয়ে ও ভাঙ্গা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এ বছর লটারিতে বিজয়ী হয়ে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তির সুযোগ পায়।

স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, গত ৫ ডিসেম্বর ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌর এলাকার কৈডুবী রেলক্রসিংয়ে একটি বাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একই পরিবারের ৩ জনসহ ৪ জন নিহত হয়। ওই দুর্ঘটনায় ইজিবাইকে থাকা স্কুলছাত্রী ফারজানা ও তার মা শান্তা খন্দকার গুরুতর আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘ ১৭ দিন চিকিৎসা ও চিকিৎসকদের প্রাণপণ চেষ্টার পরেও ফারজানাকে বাঁচানো সম্ভব হয়নি। তার মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ঘারুয়া ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য হায়দার হোসেন জানান, ওইদিনের দুর্ঘটনায় ইজিবাইকে থাকা স্কুলছাত্রী ফারজানা ও তার মা শান্তা খন্দকার গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ১৭ দিন চিকিৎসার পর ফারজানা মারা গেছে। সোমবার বাদ জোহর গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, ওইদিনের বাস ও ইজিবাইকের দুর্ঘটনায় এ পর্যন্ত মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি মামলা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: ফরিদপুরে পুলিশের অভিযানে ৫৮ জন গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৬:০৩ পিএম
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: ফরিদপুরে পুলিশের অভিযানে ৫৮ জন গ্রেপ্তার

সরকার ঘোষিত ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় ফরিদপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে গত ৪৮ ঘণ্টায় কৃষকলীগ নেতাসহ মোট ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিয়মিত মামলা, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ও চুরিসহ বিভিন্ন অভিযোগে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম ‘ফরিদপুর প্রতিদিন‘কে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ গ্রেপ্তার কার্যক্রম পরিচালিত হয়েছে।

পুলিশ সূত্র জানায়, গত ৪৮ ঘণ্টায় ফরিদপুর সদরসহ বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী, ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন, নগরকান্দা ও সালথা উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালানো হয়। অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত পলাতক, মাদক কারবারি এবং চুরি ও অন্যান্য অপরাধে জড়িত সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে জেলার বোয়ালমারী উপজেলার কৃষকলীগ নেতা লিটন মৃধার নাম নিশ্চিত করা গেছে। তবে বাকি গ্রেপ্তারদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি পুলিশ কর্মকর্তা। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানানো হয়েছে।

এর আগে একই অভিযানের ধারাবাহিকতায় গত ৭২ ঘণ্টায় ফরিদপুর জেলায় আরও ৯৩ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সংশ্লিষ্টরা বলছেন, ধারাবাহিক এ অভিযানে জেলার অপরাধপ্রবণতা কমবে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ আরও জোরদার হবে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম ‘ফরিদপুর প্রতিদিন‘কে বলেন, “গত ৪৮ ঘণ্টায় পুলিশের অভিযানে নিয়মিত মামলা, চুরি, ওয়ারেন্ট, মাদকসহ বিভিন্ন মামলায় ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ এর আওতায় জেলার সব থানায় নিয়মিত অভিযান চলমান থাকবে।