‘খালেদা জিয়ার মতো আপোষহীন নেত্রী এই বাংলাদেশে আর একটিও তৈরি হয়নি’ — শহিদুল ইসলাম বাবুল
কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল বলেছেন, ‘আমাদের প্রাণপ্রিয় মা বেগম খালেদা জিয়া আজ অসুস্থ হয়ে পড়ে রয়েছেন, আপনাদের সকলের কাছে তার জন্য দোয়া কামনা করছি। তিনি অতি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন এই দোয়া আপনারা সকলে একটি বারের জন্য করবেন। তার মতো আপোষহীন নেত্রী এই বাংলাদেশে আর একটিও তৈরি হয়নি।’
সোমবার বিকেলে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মধু মুন্সির বাড়িতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহিদুল ইসলাম বাবুল বলেন, ‘অনেক লাঞ্ছনা সহ্য করেছি, অনেক নিপীড়ন সহ্য করেছি, মৃত্যুর কূপ থেকে ফেরত এসেছি তবু অন্যায়ের সাথে আপোষ করিনি। গত ১৭ বছর ১২৮টি মামলা খেয়েছি, পাঁচবার জেলে গিয়েছি তবু কখনো ফ্যাসিবাদের দোসরদের কাছে মাথা নোয়াইনি।’
ঘারুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আলিমুজ্জামানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মুন্সী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার শিথিল, ঘারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মুনসুর মুন্সি সহ পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

আপনার মতামত লিখুন
Array