‘পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ অপরিহার্য’ — ফরিদপুরের ডিসি
 
                                                                    পরিবেশ রক্ষা করুন, সবুজ বাংলাদেশ গড়ুন’ স্লোগানকে সামনে রেখে ফরিদপুর সদরপুরে বৃক্ষমেলা-২০২৫ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে এই বৃক্ষমেলার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন এই মেলার আয়োজন করে। এতে বিভিন্ন প্রজাতির গাছের চারা স্কুলের শিক্ষার্থী ও জনসাধারণের মাঝে বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার দীপ্ত চক্রবর্ত্তী, সদরপুর থানা অফিসার ইনচার্জ সুকদেব রায়।
এতে সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ভূমিকা অপরিহার্য। এজন্য সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে এবং গাছের যত্নের পাশাপাশি সামাজিক বনায়নের সকলকে গুরুত্ব দিতে হবে।’
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন সংগঠনের সদস্য ও স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ উপলক্ষে আয়োজিত বৃক্ষমেলায় পরিবেশবান্ধব বিভিন্ন স্টল স্থান পায়। এই কর্মসূচির মাধ্যমে সদরপুরে পরিবেশ সচেতনতা বাড়ানো এবং সবুজায়নের ধারা আরও গতিশীল হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
 
                 
                
 
                 
                                 
                                 
                                                 
                                                 
                                                 
                                     
                                             
                                             
                                             
                                             
                                             
                                     
                                                    
আপনার মতামত লিখুন
Array