খুঁজুন
বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ, ১৪৩২

পাকিস্তানকে হারিয়ে ২০ বছরের প্রতিক্ষার অবসান কিউইদের

খেলা ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৪৬ এএম
পাকিস্তানকে হারিয়ে ২০ বছরের প্রতিক্ষার অবসান কিউইদের

এমনিতেই দুর্দান্ত নিউজিল্যান্ড কোন প্রতিযোগিতার সেমি ফাইনাল ফাইনাল এ কেমন যেন খেই হারিয়ে ফেলে। গত দুই দশকে তীরে গিয়ে তরী ডোবানোকে রীতিমতো অভ্যাসে বানিয়ে ফেলেছিল কিউইরা।তবে সেই আক্ষেপ এবার কিছুটা ঘুচল।

করাচিতে শুক্রবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তানকে নিউ জিল্যান্ডের জয় ৫ উইকেটে। সিরিজে তিন ম্যাচের সবকটি জিতল তারা।পাকিস্তানের দেওয়া ২৪৩ রানের লক্ষ্য কিউইরা টপকে গেছে ২৮ বল আর ৫ উইকেট হাতে রেখে। ২০০৫ সালের পর এই প্রথম যে সাদা বলে বহুজাতিক টুর্নামেন্ট জিতল নিউজিল্যান্ড।

করাচি বোলিং সহায়ক উইকেটে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। দলীয় ৫ রানে বিদায় নেন উইল ইয়াং। বিপদ আসতে পারত আরও। কারণ ইনিংসের শুরুর দিকে পাকিস্তানি পেসারদের সামলাতে কেইন উইলিয়ামসন এবং ডেভন কনওয়েকেও শুরুর দিকে বেশ সংগ্রাম করতে হয়েছে।

তবে সময় গড়াতে থাকলে সেট হয়ে যান উইলিয়ামসন এবং কনওয়ে। ৭১ রানের জুটি গড়ে নিজেদের চালকের আসনে বসান এই দুই ব্যাটার। ৩৪ রান করে সালমান আঘার বলে বোল্ড হয়ে ফেরেন উইলিয়ামসন। আর ডেভন কনওয়ে ফেরেন দলীয় ১০৮ রানে। ৫ চারে ৪৮ রান করেছেন তিনি।

কনওয়ের বিদায়ের পরপরই টম লাথামকেও আউট করার সুযোগ তৈরি করেছিল পাকিস্তান। তবে আম্পায়ারের সিদ্ধান্তকে রিভিউ না করে পস্তাতে হয়েছে রিজওয়ানদের। চতুর্থ উইকেটে ড্যারেল মিচেলের সঙ্গে ৮৭ রানের জুটি গড়ে সেই লাথামই ম্যাচ থেকে ছিটকে দেন পাকিস্তানকে।

জয় থেকে ৪৮ রান দূরে থাকাবস্থায় ব্যক্তিগত ৫৭ রানে আউট হন মিচেল। ৬৪ বলে ৫৬ রান করে লাথাম দলকে জয়ের খুব কাছে নিয়ে গিয়ে আউট হন। শেষদিকে গ্লেন ফিলিপস ২০ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে যান।

এর আগে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ইনফর্ম ওপেনার ফখর জামান ফেরেন ১৫ বলে ১০ রান করে। সৌদ শাকিলও পাননি রানের দেখা। তবে অন্যপ্রান্তে বাবর আজম এগোচ্ছিলেন ভালো গতিতেই। ৩৪ বলে ২৯ রান করে তিনি ফিরলে ৫৪ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান।

শুরুর ধাক্কা সামাল দিতে ব্যাটিংয়ে নেমে রিজওয়ান ছিলেন সাবধানী । প্রথম রানে পৌঁছাতে খেলেছেন ১৩ বল, সালমান আগাও শুরু করেন ধীরগতিতে।ম্যাচের রেকর্ড জুটি করে পাকিস্তানকে জেতানো এই দুই তারকা পরে ফেরেন সাবলীল গতিতে। দুজনে মিলে চতুর্থ উইকেটে যোগ করেন ৮৮ রান। রিজওয়ান ৭৬ বলে ৪৬ রান করে ফেরার পর সালমানও বেশিক্ষণ টেকেননি (৬৫ বলে ৪৫)।

শেষ দিকে তাইয়াব তাহিরের ৩৩ বলে ৩৮ ও ফাহিম আশরাফের ২১ বলে ২২ রানের ইনিংসের সুবাদে পাকিস্তানের রান আড়াই শর কাছাকাছি যায়। যদিও জয়ের জন্য তা যথেষ্ট হয়নি। সহজেই তাড়া করে ট্রফি জিতে নিয়েছে নিউজিল্যান্ড, যে দলটি একুশ শতকে খেলা সাদা বলের ১৩তম ফাইনালে পেল পঞ্চম জয়, ২০ বছর পর প্রথম।

সালথায় পুলিশের ওপর হামলার অভিযোগে কৃষকলীগ নেতা আটক

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৯:০৯ পিএম
সালথায় পুলিশের ওপর হামলার অভিযোগে কৃষকলীগ নেতা আটক

ফরিদপুরের সালথায় ওয়ারেন্টভুক্ত এক আসামীকে ধরতে গিয়ে খোরশেদ খান (৪৫) নামে এক কৃষক লীগ নেতার হামলার শিকার হয়েছেন পুলিশের সহকারী উপ-পরিদর্শক মুকুল। এ ঘটনায় ওই হামলাকারী কৃষকলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

খোরশেদ খান গট্টি ইউনিয়নের কৃষকলীগের সহ-সভাপতি ও ওই গ্রামের উচমান খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া মোড় এলাকায় এক ওয়ারেন্টভুক্ত আসামীকে ধরতে যায় একদল পুলিশ। এ সময় ওই আসামীকে ধরতে বাধা দেন কৃষক লীগ নেতা খোরশেদ খান। এক পর্যায়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে থানার সহকারী উপ-পরিদর্শক মুকুল আহত হন।

বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান খান বলেন, ওয়ারেন্টভুক্ত এক আসামীকে ধরতে গেলে খোরশেদ খান বাধা প্রদান করেন এবং পুলিশের ওপর হামলা চালায়। এতে থানার সহকারী উপ-পরিদর্শক মুকুল আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মহান বিজয় দিবসে চরভদ্রাসনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মুস্তাফিজুর রহমান শিমুল, চরভদ্রাসন:
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৩ পিএম
মহান বিজয় দিবসে চরভদ্রাসনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মহান বিজয় দিবসে ফরিদপুরের চরভদ্রাসনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে চরভদ্রাসন সরকারী কলেজ মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল উদ্দিন।

সভার শুরুতে উপজেলার প্রায়াত মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে ইউএনও জালাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোছাইন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও মো. ফখরুজ্জামান প্রমুখ।

মধুখালীতে গড়াই সেতুর নবনির্মিত ডিজিটাল টোল ঘরের উদ্বোধন

মো. ইনামুল খন্দকার, মধুখালী:
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৬:১৩ পিএম
মধুখালীতে গড়াই সেতুর নবনির্মিত ডিজিটাল টোল ঘরের উদ্বোধন

ফরিদপুরের মধুখালীর কামারখালীতে গড়াই সেতুর নবনির্মিত টোল ঘরের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নবনির্মিত ডিজিটাল এ টোল ঘর উদ্বোধন করেন সড়ক ও জনপথের (সওজ) গোপালগঞ্জ অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাদিকুল ইসলাম।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টোলের ইজাদার প্রতিষ্ঠান ও লোকমান হোসেন খান টেডার্সের স্বত্বাধিকার এবং পান্না গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব লোকমান হোসেন খান।

অন্যান্যর মধ্যে এাময় উপস্থিত ছিলেন- পান্না গ্রুপের পরিচালক আরিয়ান খান, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান, পান্না গ্রুপের জিএম (প্রশাসন) শেখ মো. আবুল কালাম, মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. শাহাবুদ্দিন আহম্মেদ সতেজ, টোলের ম্যানেজার মো. মিজানুর রহমান সহ সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় সড়ক ও জনপথের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাদেকুল ইসলাম বলেন, টোল ঘরের কারণে অতিরিক্ত যানজট যেন সৃষ্টি না হয়, এতে জনগণের দুর্ভোগ হয়। সেদিকে অবশ্যই লক্ষ্য রাখার জন্য ইজারাদার প্রতিষ্ঠানকে অনুরোধ করেন।

একই সময় মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, টোল ঘর এলাকার যেকোনো প্রকার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।