খুঁজুন
বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ, ১৪৩২

বউকে নিজের নিয়ন্ত্রণে রাখার ৫টি টিপস

লাইফস্টাইল ডেস্ক:
প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫, ৯:৫০ এএম
বউকে নিজের নিয়ন্ত্রণে রাখার ৫টি টিপস

বউকে ‘বশে রাখা’ শুনলেই অনেকে ভাবেন যেন ওস্তাদের মত তাবিজ বানিয়ে দিতে হবে! আরে ভাই, তাবিজ-তন্ত্র নয়, কিছু ছোট ছোট মানবিক কৌশলেই বউকে আপনি এমন ‘বশে’ আনতে পারবেন, যে বউ নিজেই বলবে, “এই লোকটা আসলেই স্বর্গের দান!” চলুন দেখি সেই ৫টি ‘গোপন রহস্য’, যা বলে না কেউ, কিন্তু বোঝে সবাই!

১ ) শ্রদ্ধা দিন, পায়ের উপর পা তুলে চা পাবেন:
বউকে “এই শুনছো” বলে ডাকলে সে যদি কানের পাশে এসে ফিসফিস করে “কী রে Bhombhola!” বলে, তাহলে বুঝে নিন, আপনি শ্রদ্ধার পথে নেই। তাই আগে তার মতামত, পছন্দ-অপছন্দকে গুরুত্ব দিন। তখন সে আপনাকে “বস” নয়, “বেস্ট” ভাববে।

উদাহরণস্বরূপ।
আপনি বললেন, “তোমার রাঁন্না দারুণ হয়েছে।”
সে হেসে বলল, “এই তো, আজ বুঝি খাবারের স্বাদ পেলে!”
তৎক্ষণাৎ আপনি দুইটা গোল্ডেন পয়েন্ট পেলেন।

২ ) খোলামেলা কথা বলুন, না হলে রিমোট খুঁজতে খুঁজতেই জীবন যাবে। স্ত্রী যদি জিজ্ঞেস করে, “তুমি কি আমাকে আগের মত ভালোবাসো?” আপনি যদি উত্তর দেন, “হুম, জানি না… খেলা চলছে তো” তাহলে খেলা শেষে আপনার জন্য শুরু হবে ‘জীবন-মরনের খেলা’। তাই তার সাথে নিজের কথা বলুন, তার কথাও মন দিয়ে শুনুন নইলে সে একদিন গুগলকে আপন করে ফেলবে।

৩) সময় দিন, ফেসবুক নয়:
ভাই, ফোনে স্ক্রল না করে একদিন যদি শুধু তার চোখের দিকে তাকিয়ে বলেন, “তুমি প্রতিদিন আরও সুন্দর হচ্ছো” তাহলে সে আপনাকে দেখে বলবে, “তোমারও IQ একটু একটু করে বাড়ছে!” এই যে আপনি তার প্রশংসাটা করলেন এরপর দেখবেন সে আপনাকে স্বর্গের সুখ এনে দিবে।

৪। ছোট ছোট সারপ্রাইজ দিন, না হলে বড় বড় ঝড় আসবে। বউয়ের মুখ গোমড়া?
সরাসরি বলবেন না, “এখন আবার কি হলো?”
বরং তার পছন্দের এক কাপ চা, একটা চিরকুটে লিখুন “আজ তোমার চোখ দুটো আলাদা রকম লাগছে, ঝড়ের আগের মেঘের মতো!” চিঠি লিখতে না পারলে অন্ততপক্ষে পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরুন।

৫। কাজে সহযোগিতা করুন, রাঁন্নাঘরে একবার ঢুকে দেখুন প্রেমের গন্ধ কেমন। মাঝে মধ্যে প্লেট ধুয়ে দেখুন, কাপড় ভাঁজ করে রাখুন। তারপর বউ আপনাকে ‘বুয়া’ না, ‘বন্ধু’ ভেবে নিজের সিক্রেটও বলে ফেলবে! সত্যি সত্যি সিক্রেট বলে দেওয়ার পর কোন রিয়েক্ট কইরেন না আবার নইলে কিন্তু ভবিষ্যতে আর কিছুই জানতে পারবেন না তার কাছে।

সালথায় পুলিশের ওপর হামলার অভিযোগে কৃষকলীগ নেতা আটক

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৯:০৯ পিএম
সালথায় পুলিশের ওপর হামলার অভিযোগে কৃষকলীগ নেতা আটক

ফরিদপুরের সালথায় ওয়ারেন্টভুক্ত এক আসামীকে ধরতে গিয়ে খোরশেদ খান (৪৫) নামে এক কৃষক লীগ নেতার হামলার শিকার হয়েছেন পুলিশের সহকারী উপ-পরিদর্শক মুকুল। এ ঘটনায় ওই হামলাকারী কৃষকলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

খোরশেদ খান গট্টি ইউনিয়নের কৃষকলীগের সহ-সভাপতি ও ওই গ্রামের উচমান খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া মোড় এলাকায় এক ওয়ারেন্টভুক্ত আসামীকে ধরতে যায় একদল পুলিশ। এ সময় ওই আসামীকে ধরতে বাধা দেন কৃষক লীগ নেতা খোরশেদ খান। এক পর্যায়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে থানার সহকারী উপ-পরিদর্শক মুকুল আহত হন।

বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান খান বলেন, ওয়ারেন্টভুক্ত এক আসামীকে ধরতে গেলে খোরশেদ খান বাধা প্রদান করেন এবং পুলিশের ওপর হামলা চালায়। এতে থানার সহকারী উপ-পরিদর্শক মুকুল আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মহান বিজয় দিবসে চরভদ্রাসনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মুস্তাফিজুর রহমান শিমুল, চরভদ্রাসন:
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৩ পিএম
মহান বিজয় দিবসে চরভদ্রাসনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মহান বিজয় দিবসে ফরিদপুরের চরভদ্রাসনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে চরভদ্রাসন সরকারী কলেজ মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল উদ্দিন।

সভার শুরুতে উপজেলার প্রায়াত মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে ইউএনও জালাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোছাইন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও মো. ফখরুজ্জামান প্রমুখ।

মধুখালীতে গড়াই সেতুর নবনির্মিত ডিজিটাল টোল ঘরের উদ্বোধন

মো. ইনামুল খন্দকার, মধুখালী:
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৬:১৩ পিএম
মধুখালীতে গড়াই সেতুর নবনির্মিত ডিজিটাল টোল ঘরের উদ্বোধন

ফরিদপুরের মধুখালীর কামারখালীতে গড়াই সেতুর নবনির্মিত টোল ঘরের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নবনির্মিত ডিজিটাল এ টোল ঘর উদ্বোধন করেন সড়ক ও জনপথের (সওজ) গোপালগঞ্জ অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাদিকুল ইসলাম।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টোলের ইজাদার প্রতিষ্ঠান ও লোকমান হোসেন খান টেডার্সের স্বত্বাধিকার এবং পান্না গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব লোকমান হোসেন খান।

অন্যান্যর মধ্যে এাময় উপস্থিত ছিলেন- পান্না গ্রুপের পরিচালক আরিয়ান খান, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান, পান্না গ্রুপের জিএম (প্রশাসন) শেখ মো. আবুল কালাম, মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. শাহাবুদ্দিন আহম্মেদ সতেজ, টোলের ম্যানেজার মো. মিজানুর রহমান সহ সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় সড়ক ও জনপথের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাদেকুল ইসলাম বলেন, টোল ঘরের কারণে অতিরিক্ত যানজট যেন সৃষ্টি না হয়, এতে জনগণের দুর্ভোগ হয়। সেদিকে অবশ্যই লক্ষ্য রাখার জন্য ইজারাদার প্রতিষ্ঠানকে অনুরোধ করেন।

একই সময় মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, টোল ঘর এলাকার যেকোনো প্রকার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।