বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফরিদপুরে বিশেষ দোয়া মাহফিল
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফরিদপুরে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) বিকেলে ফরিদপুর জেলা বিএনপির কার্যালয়ে জিয়া পরিষদ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এ বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জিয়া পরিষদ ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক মো. জাহাঙ্গীর মোল্লার সভাপতিত্বে ও সদস্য সচিব মো. হেমায়েত হোসেনের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু, ফরিদপুর জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন, কোতয়ালী থানা বিএনপির সভাপতি হাজ্জাজ বিন রাজ্জাক, জেলা মৎসজীবী দলের সাধারণ সম্পাদক সাইদুর রহমান চুন্নু।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মো. মুরাদ হোসেন, কোতায়ালি থানা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মাহাবুব আলী কুটু, কোতোয়ালি থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মামুন খান প্রমূখ।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।

আপনার মতামত লিখুন
Array