কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর দিলেন ইলন মাস্ক
সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বড় সুখবরের ইঙ্গিত দিলেন এক্সের (সাবেক টুইটার) কর্তা ইলন মাস্ক। সম্প্রতি এক ইউজারের মন্তব্যের জবাবে তিনি জানিয়েছেন, এক্সে এমন একটি নতুন পেমেন্ট সিস্টেম আনা হতে পারে, যেখানে কনটেন্ট ক্রিয়েটররা ইউটিউবের তুলনায় আরও বেশি আয়ের সুযোগ পাবেন।
মাস্ক আরও জানিয়েছেন, এই নতুন পদ্ধতিতে কোনো ধরনের ভুয়া এনগেজমেন্ট, কৃত্রিম ভিউ বা নকল ফলোয়ারকে গ্রহণযোগ্য করা হবে না। আয়ের ভিত্তি হবে বাস্তব ভিউ, প্রকৃত ফলোয়ার এবং কনটেন্টের মান। একই সঙ্গে তিনি এক্সের প্রোডাক্ট হেড নিকিতা বিয়েরকে বিষয়টি তদারকির নির্দেশ দিয়েছেন।
বর্তমানে ইউটিউব, ফেসবুক ও ইনস্টাগ্রাম কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং ক্রিয়েটরদের জন্য আয়ের একটি বড় উৎসে পরিণত হয়েছে। তবে এক্সে আয় সীমিত ও কঠোর শর্তের সঙ্গে যুক্ত— যেমন অন্তত ৫০০ ফলোয়ার, ৫ মিলিয়ন ইমপ্রেশনসহ অন্যান্য শর্ত। এই নতুন পেমেন্ট সিস্টেম বাস্তবায়িত হলে এক্সের মাধ্যমে আয়ের সুযোগ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।
ক্রিয়েটরদের মধ্যে বিষয়টি নিয়ে ইতোমধ্যেই কৌতূহল ও আলোচনা শুরু হয়ে গেছে। অনেকেই আশা করছেন, এক্স থেকে আয়ের নতুন পথটি তাদের জন্য আরও লাভজনক হতে পারে।

আপনার মতামত লিখুন
Array