খুঁজুন
বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ, ১৪৩২

তারেক রহমানের প্রতি এক নিঃস্বার্থ বিএনপি কর্মীর খোলা চিঠি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ১০:৪৪ পিএম
তারেক রহমানের প্রতি এক নিঃস্বার্থ বিএনপি কর্মীর খোলা চিঠি

প্রিয় তারেক রহমান সাহেব,

আসসালামু আলাইকুম।

আমি একজন ছোট কর্মী, একজন সাধারণ বিএনপি সমর্থক, কিন্তু আমি বিশ্বাস করি—আপনার আদর্শ, আপনার নীতি, আপনার নেতৃত্বই আজ বাংলাদেশের জন্য সবচেয়ে বড় আশার আলো। আপনার ন্যায়ভিত্তিক চিন্তাভাবনা, মানবিক হৃদয় এবং অসীম ধৈর্য আমাদের কোটি মানুষের প্রেরণা।

কিন্তু আজ বুকভরা কষ্ট নিয়ে কিছু কথা আপনাকে জানাতে চাই। আমাদের বিএনপি—যে দলটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ন্যায়, আদর্শ ও গণতন্ত্রের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল—আজ কিছু কিছু অন্ধকার ও অশুভ শক্তির দ্বারা কলুষিত হচ্ছে। দলে এমন কিছু লোক জায়গা করে নিয়েছে যারা সন্ত্রাস, চাঁদাবাজি, হুমকি-ধমকি ও ব্যক্তিগত স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকেও ব্যবহার করার অপচেষ্টায় লিপ্ত। এরা নিজেদের নেতা বলে দাবি করে, অথচ দলের নাম ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।

জননেতা তারেক রহমান সাহেব,
আপনি জানেন, আপনি একা এই বিশাল দল এবং দেশের দায়িত্ব কাঁধে নিয়ে পথ চলছেন। এই দীর্ঘ ও কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিতে হলে আপনার পাশে চাই সততা, চরিত্রবান নেতৃত্ব এবং ত্যাগী মানুষদের। দলে থাকা এই সন্ত্রাসী ও অসৎ চক্রকে যদি এখনই চিহ্নিত করে সরিয়ে না ফেলা হয়, তাহলে ভবিষ্যতে বিএনপির অস্তিত্ব হুমকির মুখে পড়বে এবং আমাদের গণতান্ত্রিক আন্দোলন দুর্বল হবে।

আমার অনুরোধ, আপনি সারা বাংলাদেশে একটি শুদ্ধি অভিযান শুরু করুন। যারা সত্যিকার অর্থে আদর্শবাদী, গণমানুষের বন্ধু, সৎ এবং সাহসী, তাঁদের আপনার নেতৃত্বে সামিল করুন। সমাজে অনেক ভালো, শিক্ষিত, চিন্তাশীল, ধার্মিক ও জনহিতৈষী ব্যক্তি আছেন—যাঁরা রাজনীতিতে আসতে চান না, কিন্তু জাতির জন্য অনেক কিছু দিতে পারেন। তাঁদের আপনি দলে ডাকুন, পাশে রাখুন।

একটা সত্য কথা—ভালো মানুষ রাজনীতি করতে এগিয়ে আসে না, আর খারাপ মানুষই নেতৃত্বের আসনে বসে পড়ে। তাই, এই বাস্তবতাকে পাল্টাতে হবে। ভালো লোকদের রাজনীতিতে আনুন, মূল্যায়ন করুন, যাতে আপনার নেতৃত্বে বিএনপি আবার becomes the people’s party, not the party of fear.

আমি জানি, আপনি বাংলাদেশকে ভালোবাসেন। আপনি চান ১৬ কোটি মানুষ শান্তিতে থাকুক। আমি হৃদয় থেকে বিশ্বাস করি, জনগণ সব সময় আপনার সাথেই থাকবে—যদি আপনি সত্য ও সুন্দরের পক্ষ নিয়ে থাকেন। আমাদের দল বিএনপি তখনই টিকে থাকবে, শক্তিশালী হবে, যখন এই দল সত্যিকারের মানুষের প্রতিনিধি হবে।

প্রিয় নেতা,
আমি একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আপনাকে শুধু আমার হৃদয়ের ভাষা জানালাম। আমার কথায় যদি কোথাও ভুল হয়, দয়া করে ক্ষমা করবেন। আমি শুধু চাই, বিএনপি হোক সত্য, ন্যায়, শান্তি ও মানুষের ভালোবাসার দল।

আল্লাহ আপনাকে হেফাজত করুন, শক্তি দিন, দীর্ঘজীবী করুন এবং বাংলাদেশকে আপনার হাত ধরে নতুন করে গড়ে উঠতে দিন। আমিন।

বিনীত,
সৈয়দ শাহীনুজ্জামান শাহীন, সাবেক নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সহ-সভাপতি, নগরকান্দা উপজেলা বিএনপি।

সালথায় পুলিশের ওপর হামলার অভিযোগে কৃষকলীগ নেতা আটক

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৯:০৯ পিএম
সালথায় পুলিশের ওপর হামলার অভিযোগে কৃষকলীগ নেতা আটক

ফরিদপুরের সালথায় ওয়ারেন্টভুক্ত এক আসামীকে ধরতে গিয়ে খোরশেদ খান (৪৫) নামে এক কৃষক লীগ নেতার হামলার শিকার হয়েছেন পুলিশের সহকারী উপ-পরিদর্শক মুকুল। এ ঘটনায় ওই হামলাকারী কৃষকলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

খোরশেদ খান গট্টি ইউনিয়নের কৃষকলীগের সহ-সভাপতি ও ওই গ্রামের উচমান খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া মোড় এলাকায় এক ওয়ারেন্টভুক্ত আসামীকে ধরতে যায় একদল পুলিশ। এ সময় ওই আসামীকে ধরতে বাধা দেন কৃষক লীগ নেতা খোরশেদ খান। এক পর্যায়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে থানার সহকারী উপ-পরিদর্শক মুকুল আহত হন।

বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান খান বলেন, ওয়ারেন্টভুক্ত এক আসামীকে ধরতে গেলে খোরশেদ খান বাধা প্রদান করেন এবং পুলিশের ওপর হামলা চালায়। এতে থানার সহকারী উপ-পরিদর্শক মুকুল আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মহান বিজয় দিবসে চরভদ্রাসনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মুস্তাফিজুর রহমান শিমুল, চরভদ্রাসন:
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৩ পিএম
মহান বিজয় দিবসে চরভদ্রাসনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মহান বিজয় দিবসে ফরিদপুরের চরভদ্রাসনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে চরভদ্রাসন সরকারী কলেজ মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল উদ্দিন।

সভার শুরুতে উপজেলার প্রায়াত মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে ইউএনও জালাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোছাইন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও মো. ফখরুজ্জামান প্রমুখ।

মধুখালীতে গড়াই সেতুর নবনির্মিত ডিজিটাল টোল ঘরের উদ্বোধন

মো. ইনামুল খন্দকার, মধুখালী:
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৬:১৩ পিএম
মধুখালীতে গড়াই সেতুর নবনির্মিত ডিজিটাল টোল ঘরের উদ্বোধন

ফরিদপুরের মধুখালীর কামারখালীতে গড়াই সেতুর নবনির্মিত টোল ঘরের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নবনির্মিত ডিজিটাল এ টোল ঘর উদ্বোধন করেন সড়ক ও জনপথের (সওজ) গোপালগঞ্জ অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাদিকুল ইসলাম।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টোলের ইজাদার প্রতিষ্ঠান ও লোকমান হোসেন খান টেডার্সের স্বত্বাধিকার এবং পান্না গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব লোকমান হোসেন খান।

অন্যান্যর মধ্যে এাময় উপস্থিত ছিলেন- পান্না গ্রুপের পরিচালক আরিয়ান খান, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান, পান্না গ্রুপের জিএম (প্রশাসন) শেখ মো. আবুল কালাম, মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. শাহাবুদ্দিন আহম্মেদ সতেজ, টোলের ম্যানেজার মো. মিজানুর রহমান সহ সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় সড়ক ও জনপথের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাদেকুল ইসলাম বলেন, টোল ঘরের কারণে অতিরিক্ত যানজট যেন সৃষ্টি না হয়, এতে জনগণের দুর্ভোগ হয়। সেদিকে অবশ্যই লক্ষ্য রাখার জন্য ইজারাদার প্রতিষ্ঠানকে অনুরোধ করেন।

একই সময় মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, টোল ঘর এলাকার যেকোনো প্রকার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।