খুঁজুন
বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ২৪ আশ্বিন, ১৪৩২

বিভ্রম

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪:১৭ পিএম
বিভ্রম

ওহ বসন্ত! কেন বারেবার প্রদক্ষিণ কর আমায়? শুষ্ক হৃদয়ে ঢেলে দাও সৌরভের মায়া, জানো তো, আমার আকাশে বসন্ত আসে না, তবু কেন এ হৃদয়ে তুললে এমন হাওয়া?

তৃষ্ণার্ত প্রাণে ঢালো রঙিন বিভ্রম, চোখে চোখ রেখে কাঁপাও অস্থির মন, কেন শিউলির সুবাসে ভুলিয়ে দাও পথ? যেখানে গন্তব্য শুধু শূন্যতায় বাঁধা?

আমার তো ভিন্ন ভাষা, ছিন্ন সব মন্ত্র, তবু কেন তুমি ডাক পাঠাও বারবার? আমার সন্ধ্যায় নেই দীপের আভা, তবু কেন চাও আলো হয়ে জ্বলতে?

তুমি এলে, ফুলেরা হাসে দোলনায়, পাখিরা গায় সুরেলা গানের মালা, তবে কেন আমার ভেতর ফাটে শূন্যতা? কেন হৃদয়ে বাজে নিঃসঙ্গতার বীণা?

তুমি কি জানো, এ অন্তর আগুন হয়ে জ্বলে? স্পর্শহীন শীতল শিখায় দগ্ধ মন, তোমার উষ্ণতার এক ফোঁটা চেয়ে, শুধু ছাই হওয়া প্রতীক্ষায় দিন গোনে।

তুমি আসো, তুমি যাও, রেখে যাও ক্ষত, তবু কেন স্মৃতিরা ফোটে শিমুলের মতো? তুমি কি নিঠুর? তুমি কি নিষ্ঠুর? নাকি এ খেলায় আমিই এক পরাজিত?

তোমার ছোঁয়ায় দিগন্তে রঙের উৎসব, ফুল ফোটে, নদী বয়ে চলে রূপের মিছিলে, তবে কেন আমার চোখে জমে থাকে অন্ধকার? কেন তোমার পূর্ণ চোখে পূর্ব কোণে অমাবস্যা?

তুমি কি জানো, এ অন্তর রিক্ত মাঠ, যেখানে বসন্ত মানায় না একদম? যেখানে দখিনা বাতাসও নিঃস্ব, যেখানে উষ্ণতা ছুঁয়ে যায় না!

তবু কেন আমায় ঘিরে দাও রঙে? কেন কোকিলের গানে ভাসাও এ মন? যখন জানো, এ সত্তা ধারণে অপারগ, তখন কেন ভালোবাসার ছল?

ওহ বসন্ত! এই হৃদয় তো তোমার নয়, তবু কেন প্রতি পলে ডাক পাঠাও? কেন কোকিলের কণ্ঠে নাম লিখে দাও, যখন জানো, এ বাসনা শুধুই মরীচিকা?

তোমার ফুলেল পথে পা রাখা হল না, তোমার আকাশে ওড়ার ডানাও নেই, তবু কেন আসো, কেন দুলিয়ে দাও মন? বলো বসন্ত, তুমি কি এক নিঠুর ছলনা?

সালথায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৭:৪৭ পিএম
সালথায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

ফরিদপুরের সালথায় “আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি ”প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের যৌথ আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৮ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে উপজেলার সম্মেলন কক্ষে সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মামুন সরকারের সভাপতিত্বে ও সালথা উপজেলা একাডেমিক সুপারভাইজার শওকত আকবরের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সালথা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলি।

এসময় উপস্থিত ছিলেন- সালথা উপজেলা শিক্ষা অফিসার মহা: তাশেম উদ্দিন, সালথা উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মো. রফিকুল ইসলাম, সালথা উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারী, সালথা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

কুয়াকাটা সমুদ্র সৈকত পরিচ্ছন্ন অভিযানে ফরিদপুর জেলা ছাত্রদল

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৭:৩৪ পিএম
কুয়াকাটা সমুদ্র সৈকত পরিচ্ছন্ন অভিযানে ফরিদপুর জেলা ছাত্রদল

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত পরিচ্ছন্ন অভিযানে নেমেছেন ফরিদপুর জেলা ছাত্রদল।

বুধবার (০৮ অক্টোবর) দুপুরে ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং রুকসুর সাবেক ভিপি প্রার্থী খাইরুল ইসলাম রোমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মুন্সি আনোয়ার হোসেন পাশা, যুগ্ম-সাধারণ সম্পাদক সমিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক নীলয় চৌধুরী রেজা, সহ-সাধারণ সম্পাদক হাসান মীর, সহ-সাংগঠনিক সম্পাদক সান্ত খান, সহ-সাংগঠনিক সম্পাদক রাহাত ইসলাম, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক কে এম রাব্বি, বিজ্ঞান বিষয়ক সম্পাদক পাভেল, বাহারুল ইসলাম রবিন, ছাত্রদল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ফরিদপুরের সহ-সভাপতি তাসহান আল সাউদ, ছাত্রনেতা অনিক হাসান, সাব্বির, অমি সহ অসংখ্য নেতৃবৃন্দ।

সালথায় সিঁধকেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

সালথা প্রতিনিধি:
প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৪:০১ পিএম
সালথায় সিঁধকেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ফরিদপুরের সালথায় বসতঘরের সিঁধকেটে ঘরে ঢুকে দুই সন্তানের জননী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রিপন মোল্যা (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (০৮ অক্টোবর) দুপুরে ওই যুবককে গ্রেপ্তার করে সালথা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত রিপন মোল্যা উপজেলার সোনাপুর ইউনিয়নের রায়েরচর গ্রামের আক্তার মোল্যার ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে বসতঘরে সিঁধকেটে ঘরে ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণ করে রিপন। পরে বিষয়টি জানাজানি হলে সকালে এলাকার লোকজন রিপনকে তার বাড়িতে ঘিরে রেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিপনকে আটক করে থানায় নিয়ে যায়। রিপন এলাকার বখাটে যুবক বলে পরিচিত।

ওই গৃহবধুর স্বামী অভিযোগ করে বলেন, আমি কামলা দিতে ৮দিন ধরে বাড়ির বাইরে ছিলাম। আমার স্ত্রী দুটি সন্তান নিয়ে ঘরে ঘুমিয়ে ছিল৷ বখাটে রিপন সিঁধকেটে ঘরে ঢুকে আমার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। এবিষয়ে থানায় অভিযোগ দিয়েছি।

সালথা থানার পরিদর্শক (তদন্ত) মো. মারুফ হাসান রাসেল বলেন, ঘরের সিঁধকেটে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রিপনকে গ্রেপ্তার করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।