খুঁজুন
শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ১১ পৌষ, ১৪৩২

ভাঙ্গায় পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

আব্দুল মান্নান, ভাঙ্গা :
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:১৯ পিএম
ভাঙ্গায় পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাউতিকান্দা গ্রামে মরিয়ম (৩) নামে এক শিশু পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। মরিয়ম উপজেলার রশিবপুরা গ্রামের আল আমিনের মেয়ে।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারী) বিকেলে শিশুটির নানা বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের ডুবে সে মারা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে শিশুটি তার মায়ের সাথে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাউতিকান্দা গ্রামে নানা  বাড়িতে বেড়াতে যায়। বৃহস্পতিবার শিশুটির মা শিশুকে  রেখে বাড়ির পাশে ঘুরতে যায়। এ সময় শিশুটি খেলতে খেলতে  বাড়ির পাশের পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায়। পরে শিশুটির মা বাড়িতে এসে মেয়েকে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে এদিন সন্ধ্যায় শিশুটিকে পানিতে ভাসতে দেখা যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে পাশ্ববর্তী মালিগ্রামে চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ হয় পরিবারটি। শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

খেলাফত মজলিসে যোগ দিলেন নগরকান্দার সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি মুস্তাফিজুর রহমান

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৮:২৯ পিএম
খেলাফত মজলিসে যোগ দিলেন নগরকান্দার সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি মুস্তাফিজুর রহমান

আল্লামা মামুনুল হকের হাতে হাত রেখে বাংলাদেশ খেলাফত মজলিসে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি মুস্তাফিজুর রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকার জাতীয় ক্রীড়া সংস্থার মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় শুরা অধিবেশনে তার যোগদান কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের শীর্ষ নেতৃবৃন্দ ও বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে মুফতি মুস্তাফিজুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। জেলা শাখার নেতারা বলেন, মুফতি মুস্তাফিজুর রহমানের যোগদানের ফলে ফরিদপুর অঞ্চলে খেলাফত মজলিসের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর অঞ্চলের এমপি প্রার্থী মাওলানা আকরাম আলী ধলা হুজুরের নেতৃত্বে দলীয় জনসমর্থন আরও সুসংহত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মুফতি মুস্তাফিজুর রহমান দীর্ঘদিন ধরে দ্বীনি শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত। স্থানীয় পর্যায়ে তার ব্যাপক পরিচিতি ও গ্রহণযোগ্যতা রয়েছে। তার যোগদানে নগরকান্দা উপজেলার আলেম-উলামা, তৌহিদী জনতা ও দলীয় কর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

এদিকে মুফতি মুস্তাফিজুর রহমানের বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমেও শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা ছড়িয়ে পড়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন।

নিজ প্রতিক্রিয়ায় মুফতি মুস্তাফিজুর রহমান বলেন, দ্বীন বিজয়ের মহান লক্ষ্য বাস্তবায়নে তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের ব্যানারে কাজ করতে চান। এ পথে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।

ক্ষমতার পালাবদলে দল বদল : সালথায় আ.লীগ ছাড়লেন দুই নেতা

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৮:০৬ পিএম
ক্ষমতার পালাবদলে দল বদল : সালথায় আ.লীগ ছাড়লেন দুই নেতা

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নে সংবাদ সম্মেলনের মাধ্যমে আ.লীগের দুই নেতা দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তারা তাদের সিদ্ধান্তের কথা জানান।

পদত্যাগকারী নেতারা হলেন— সালথা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলু মাতুব্বর এবং আওয়ামী লীগের সোনাপুর ইউনিয়ন কমিটির সদস্য জালাল মোল্লা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফজলু মাতুব্বর বলেন, “আওয়ামী লীগে আমার যে পদ ছিল, আজ থেকে তা থেকে পদত্যাগ করলাম। ভবিষ্যতে আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ডে জড়িত থাকব না। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শ ধারণ করে রাজনীতি করার সিদ্ধান্ত নিয়েছি।”

অপরদিকে জালাল মোল্লা বলেন, “আমি মূলত মহল্লাভিত্তিক রাজনীতি করি। আওয়ামী লীগের কোনো পদে আমি আছি কিনা তা পরিষ্কারভাবে জানা ছিল না। তবে শুনেছি ইউনিয়ন কমিটিতে আমাকে সাধারণ সদস্য করা হয়েছে। আজ থেকে আওয়ামী লীগের সব পদ থেকে আমি পদত্যাগ করলাম। ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকব না। বিএনপির আদর্শ আমাকে মুগ্ধ করেছে, তাই আমি বিএনপির রাজনীতি করতে ইচ্ছুক।”

তিনি আরও জানান, এদিন আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন বিএনপির সভাপতির হাত ধরে বিএনপিতে যোগদান করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আজিজুল হক, বিএনপির সাবেক নেতা তারা মিয়া, যুবদল নেতা লিয়াকত হোসেন, শহিদুল ইসলাম, সাব্বির হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।

ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় কয়েদীর মৃত্যু, ময়নাতদন্তের প্রস্তুতি

পান্না বালা, ফরিদপুর:
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৫:৪৩ পিএম
ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় কয়েদীর মৃত্যু, ময়নাতদন্তের প্রস্তুতি

ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় এক কয়েদীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে তিনি মারা যান।

মৃত কয়েদীর নাম বিমল কুমার দাস (৬২)। তাঁর কয়েদী নম্বর ২৫২৫। তিনি মাদারীপুর সদর উপজেলার কদমতলী আমিরাবাদ গ্রামের গৌরাঙ্গ চন্দ্র দাসের ছেলে।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাদারীপুর কারাগারে থাকা অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে অবস্থার অবনতি হলে তাকে মাদারীপুর কারাগার থেকে ফরিদপুর কারাগারে স্থানান্তর করা হয়। ফরিদপুরে পৌঁছানোর পরপরই তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়।

ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর জেলা কারাগারের জেল সুপার নজরুল ইসলাম বলেন, নিহত বিমল কুমার দাস একটি চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাভোগ করছিলেন। তিনি ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। অসুস্থতার কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে রাখা হয়েছিল।

তিনি আরও জানান, শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় কারা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব কার্যক্রম গ্রহণ করা হচ্ছে বলে জানানো হয়েছে।