সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে ফরিদপুরে নাগরিক ভাবনার গোলটেবিল বৈঠক
সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে নাগরিক সমাজের ভাবনা ও করণীয় তুলে ধরতে ফরিদপুরে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সুশাসনের জন্য নাগরিক (সুজন) ফরিদপুর জেলা কমিটির আয়োজনে “সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে নাগরিক ভাবনা” শীর্ষক এই গোলটেবিল বৈঠক শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় ফরিদপুর শহরের ঝিলটুলি বেল পিয়াতো হলরুমে অনুষ্ঠিত হয়।
সুজন ফরিদপুর জেলা কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম স্ট্যালিনের সভাপতিত্বে এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের উপস্থাপনায় আয়োজিত বৈঠকে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনরা বক্তব্য রাখেন।
বক্তাদের মধ্যে ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক আলতাফ হোসেন ও অধ্যাপক আব্দুল হালিম, দৈনিক প্রথম আলোর ফরিদপুরের নিজস্ব প্রতিবেদক প্রবীর কান্তি বালা, দি হাঙ্গার প্রজেক্ট যশোর আঞ্চলিক সমন্বয়কারী মো. খোরশেদ আলম, অ্যাডভোকেট মেহেরুন নেছা স্বপ্না, পথকলি সংস্থার নির্বাহী পরিচালক মো. বিলায়েত হোসেন, বিএফএফ-এর নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদি সাব্বির, পিডাব্লিউ-এর নির্বাহী পরিচালক হাফিজুর রহমান হাফিজ মন্ডল, ব্লাস্টের সমন্বয়কারী অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, শতনীড় মাল্টিপারপাস লিমিটেডের প্রধান নির্বাহী মো. জাহাঙ্গীর হোসেনসহ আরও অনেকে।
এছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজ, সদস্য সচিব আনিসুর রহমান সজল, অ্যাডভোকেট আমিনুর রহমান ফরহাদ, কবি নিলুফা ইয়াসমিন, কবি মহসিন মুন্সি, দিবা ইরা নাহার, অধ্যক্ষ মোহাম্মদ লোকমান হোসেন, মো. ইউসুফ আলী, সুশান্ত সরকার ও ইমরান হোসেনসহ উপস্থিত নাগরিক সমাজের প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
গোলটেবিল বৈঠকে শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি, তরুণ প্রতিনিধি ও নারী নেত্রীসহ বিভিন্ন পেশাজীবী নাগরিকরা অংশগ্রহণ করেন। বক্তারা সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পাশাপাশি গণতান্ত্রিক উত্তরণে নাগরিক সচেতনতা, জবাবদিহিতা ও প্রাতিষ্ঠানিক সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন
Array