সদরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারি ও মিষ্টির কারখানায় জরিমানা
ফরিদপুরের সদরপুরে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাবার তৈরি, বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ না করা, প্যাকেটের গায়ে মূল্য, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ মুদ্রিত না থাকার দায়ে ৪টি বেকারী ও মিষ্টির কারখানাকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সোমবার বিকেলে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের হাটকৃষ্ণপুর এলাকার আম্মাজান বেকারী ও দোলা সুইটস, পূর্বকান্দি এলাকার এম এস বেকারী এবং নিজগ্রাম এলাকার বিসমিল্লাহ বেকারীতে অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত, বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ না করা, প্যাকেটের গায়ে মূল্য, উৎপাদনের ও মেয়াদোত্তীর্ণের তারিখ মুদ্রিত না থাকা ইত্যাদি অপরাধে ৪ টি বেকারী ও মিষ্টির কারখানাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে ৩৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। একই সঙ্গে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়। অভিযানে সহযোগিতা করেন সদরপুর থানা-পুলিশের একটি টিম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে কোনো আপস করা হবে না। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে। ভবিষ্যতে কেউ অনিয়ম করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন
Array