খুঁজুন
মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক, ১৪৩২

কথাসাহিত্যিক নির্জনের গল্পে নাটক সুইট প্রেমিক

বিনোদন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০১ পিএম
কথাসাহিত্যিক নির্জনের গল্পে নাটক সুইট প্রেমিক

এ সময়ের জনপ্রিয়র কথা সাহিত্যেক ফরিদুল ইসলাম নির্জনের গল্প অবলম্বনে নির্মিত হয়েছে সুইট প্রেমিক। ভিন্ন রকমের এই নাটকটি, অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন পরিচালক মিতুল খান।

আগামী ২৯ সেপ্টেম্বর জাগো ইন্টারটেইনমেন্ট রিলিজ পাচ্ছে।

 

নাটকটি সম্পর্কে পরিচালক মিতুল খান বলেন, নির্জন ভাইয়ের লেখার সাথে আগে থেকেই পরিচিত। সেই সুবাধে নাটকের জন্য গল্প চাই। গল্পটি নিয়ে কাজ করতে নতুন অভিজ্ঞতা সৃষ্টি হয়েছে। দর্শকরা নাটকটি দেখে বিনোদনের পাশাপাশি অনেককিছু  শিখবে।

নাটকটি সম্পর্কে সুইট প্রেমিকখ্যাত নীলয় আলমগীর বলেন,’মিতুল গল্পটি নিয়ে যখন প্রথম আমার কাছে আসে, সত্যিকারভাবে আমি করতেই চাইনি। ভেবেছি এই বয়সে, এমন চরিত্রের অভিনয়। ছয়জন নায়িকার সাথে প্রেম। তাদের মন যোগানো। কিন্তু পরবর্তীতে কাজ শেষ মনে হলো দারুণ কিছু হয়েছে। দশকরা ভালো কিছু দেখবে আশা করি। ‘

নাটকটি সম্পর্কে তানিয়া বৃষ্টি বলেন, ভিন্ন এক ক্যারেক্টর। অভিনয় করতে সত্যি দারুণ অভিজ্ঞতা হয়েছে। দর্শক নাটকটি দেখে আনন্দিত হবে।

নাটকটির লেখক নির্জন বলেন, আমি সব সময় জনপ্রিয় ধারায় লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করি। জনপ্রিয়তার মাধ্যমে সমাজে কিছু বার্তা দিয়ে থাকি। সুইট প্রেমিক নাটকের ক্ষেত্রেও দর্শক তেমনটি পাবে।

এ ছাড়া নাটকটিতে অভিনয় থাকছেন বাশার মাসুম, মনিরা মিঠু, শান্তি রহমান, অর্পা, স্নেহা, অরিন,অনেষ্বাসহ আরও অনেকেই।

ফরিদপুর জেলা আ.লীগের সহ-সভাপতি ফারুক হোসেন গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৯:১৩ পিএম
ফরিদপুর জেলা আ.লীগের সহ-সভাপতি ফারুক হোসেন গ্রেপ্তার

“আগামী ১৩ তারিখ ঢাকা যাওয়ার জন্য সকলে প্রস্তুত থাকার” আহ্বান জানিয়ে এবার গ্রেপ্তার হলেন ফরিদপুর জেলা আ.লীগের সহ-সভাপতি মো. ফারুক হোসেন (৬৭)।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার মসজিদ বাড়ী সড়কে অবস্থিত তাঁর শ্বশুর বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

‎প্রসঙ্গত গত ৩ নভেম্বর ফারুক হোসেন “মো. ফারুক হোসেন” নামে নিজ ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। ওই পোস্টে তিনি নিজেকে “ভারপ্রাপ্ত জেলা আওয়ামী লীগের সভাপতি” দাবি করে লিখেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের অন্তর্গত সকল থানা, পৌরসভা, সহযোগী ও ভ্রাতিপ্রতিম সংগঠনসমূহ, আগামী ১৩ তারিখ ঢাকা যাওয়ার জন্য সকলে প্রস্তুত থাকুন। ১০-১১-১২ স্ব-স্ব এলাকায় প্রত্যেকের অবস্থান থেকে , মিছিল করুন। বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন, অবৈধ ট্রাইবুনাল মানি না মানবো না, শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। অবৈধ অগণতান্ত্রিক সরকারের পতন হোক পতন হোক।

‎সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই পোস্ট দেওয়ার সাতদিনের মধ্যে আজ সোমবার তাকে গ্রেপ্তার করলো পুলিশ।

‎গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) শামছুল আজম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ঝিলটুলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ফারুক হোসেনকে।

তিনি বলেন, তাকে কোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে সে বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে।

‎জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফারুক হোসেন আগে কেন্দ্রীয় যুবলীগের সভাপতিমন্ডলীর সদস্য ছিলেন। তিনি শহরের হাবেলী গোপালপুর এলাকার বাসিন্দা মৃত মো. জাহিদ হোসেনের ছেলে।

ফরিদপুরে যুবলীগ নেতা শাহ্ আলম গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৬:০৩ পিএম
ফরিদপুরে যুবলীগ নেতা শাহ্ আলম গ্রেপ্তার

ফরিদপুরের সালথায় বিশেষ অভিযানে মো. শাহ আলম মোল্যা (৪৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে রবিবার (০৯ নভেম্বর) রাতে উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শাহ্ আলম মোল্যা সালথা উপজেলা যুবলীগের সহ-সভাপতি। তিনি স্থানীয় পুটিয়া বাজারের সারের ডিলার।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, রবিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ নেতা শাহ্ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে বিস্ফোরক আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

ভাঙ্গা ডিজিটাল হাইস্কুলে আন্তঃক্রীড়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

সোহাগ মাতুব্বর, ভাঙ্গা
প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ১০:১৩ পিএম
ভাঙ্গা ডিজিটাল হাইস্কুলে আন্তঃক্রীড়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা ডিজিটাল হাইস্কুলে আন্তঃক্রীড়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে দশম শ্রেণি একাদশ অষ্টম শ্রেণি একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

রবিবার (০৯ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে সরকারি কাজী মাহাবুব উল্ল্যাহ্ বিশ্ববিদ্যালয় মাঠে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

ভাঙ্গা ডিজিটাল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কে.এম শিহানের সঞ্চালনায় ও ভাঙ্গা ডিজিটাল হাইস্কুলের প্রধান শিক্ষক ঈসমাইল মোল্লার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সরকারি কাজী মাহবুব উল্লাহ্ বিশ্ববিদ্যালয় ও কলেজের উপাধ্যক্ষ সরোয়ার হোসেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
ভাঙ্গা ডিজিটাল হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মাহফুজুর রহমান আলমগীর, বাংলাদেশ খেলাফত মজলিসের ভাঙ্গা পৌর শাখার ৩ নং ওয়ার্ডের সভাপতি শাহজান মুন্সী, ম্যানেজিং কমিটির সদস্য মো. হাফিজ আহমেদ ও সবুজ মাতুব্বর।

এসময় আরো উপস্থিত ছিলেন- সহকারী শিক্ষক হাফিজা আক্তার মিতু , তিশা রহমান, সিনথিয়া আক্তার, শিলা আক্তার ও মাহিন আহমেদ।

এসময় ভাঙ্গা ডিজিটাল হাইস্কুলে আন্তঃক্রীড়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ পরিচালনা করেন সহকারী শিক্ষক দিলীপ কুমার। এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠান শেষে ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মেডেল ট্রফি ও উপহার হিসাবে বৃক্ষের চারা প্রদান করা হয়।